• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ইউনিক কোড থাকবে ভাড়াটিয়াদের


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৯, ২০১৬, ১০:৩৬ পিএম
রাজধানীতে ইউনিক কোড থাকবে ভাড়াটিয়াদের

কেউ কোনো অপরাধ করলে তাকে দ্রুত শনাক্তসহ আইনের আওতায় আনার জন্য ঢাকার বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের একটি কোড নম্বর থাকবে। বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের কাছ থেকে সংগ্রহ করা তথ্য দিয়ে ডাটাবেজ তৈরি করা হচ্ছে। আর এ তথ্য থেকেই প্রত্যেক বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের একটি কোড নম্বর দেয়া হবে।

শনিবার (২৯ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সে এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া একথা বলেন।

কমিশনার বলেন, জঙ্গিবাদ নির্মূলের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে ভাড়াটিয়া ও মালিকদের তথ্য সংগ্রহ করে উন্নতমানের ডাটাবেজ তৈরি হচ্ছে। ভোটার তালিকা তৈরি করতে শত কোটি টাকা খরচ হলেও এই নগরীর বিশাল জনসংখ্যার তথ্য সংগ্রহে একটি টাকাও খরচ হবে না।

তিনি বলেন, আমরা দিন-রাত পরিশ্রম করে এই কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী এক বছরের মধ্যে সব ভাড়াটিয়া ও বাড়িওয়ালার তথ্য ডাটাবেজে সংগ্রহ করে আমরা প্রধানমন্ত্রীর কাছে জমা দিতে পারবো।

অনুষ্ঠানে নিটল-নিলয় মোটরস লিমিটেডের পক্ষ থেকে ডিএমপির চকবাজার মডেল থানাকে একটি পুলিশ টহল ভ্যান হস্তান্তর করা হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!