• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ছুরিকাঘাতে কিশোর নিহত


নিজস্ব প্রতিবেদক  জানুয়ারি ১৮, ২০১৭, ০৬:১২ পিএম
রাজধানীতে ছুরিকাঘাতে কিশোর নিহত

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে আবদুল আজিজ (১৮) নামে এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) খেলাঘর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। নিহত কিশোরের বাড়ি নরসিংদীর রায়পুরায়। তার বাবার নাম বশির হোসেন। আজিজ তেজগাঁওয়ের একটি ওয়ার্কশপের কর্মী এবং ১০১/বি তেজকুনিপাড়ার রেলওয়ে কলোনিতে থাকতেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া আজিজের বন্ধুদের বরাত দিয়ে জানান, সকালে আজিজের বন্ধু মাফিজুর তাদের প্রতিপক্ষের একটি ছেলেকে চাকু দিয়ে ভয় দেখান। এরপর দুপুর আড়াইটার দিকে সাইমুন, জুয়েল ও মনিরসহ ৪-৫ জন কিশোর তেজকুনিপাড়া এলাকায় গেলে আজিজ হাতে থাকা চাকু দিয়ে সাইমুনকে আঘাত করতে যান। এসময় সাইমুন সেই চাকু ফিরিয়ে নিজের হাতে থাকা চাকু দিয়ে আজিজকে মাথায় আঘাত করে। পরে জসিম ও রনি নামে দুই বন্ধু আজিজকে বিকেল সাড়ে ৪টার দিকে ঢামেকে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, এ ঘটনায় আহত সাইমুনও ঘটনার এমন বর্ণনা দিয়েছেন।

তেজগাঁও থানার এসআই কলিন্দ্রনাথ গোলদার জানান, ঘটনাটি শুনে থানার একাধিক দল ঢামেক হাসপাতালের দিকে রওনা হয়েছে।

তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় আমরা এখনো কাউকে গ্রেপ্তার করিনি। অভিযান চালিয়ে খুব দ্রুত গ্রেপ্তার করব।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!