• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে দুই জেএমবি সদস্য গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৫, ২০১৭, ০৮:৫৩ পিএম
রাজধানীতে দুই জেএমবি সদস্য গ্রেপ্তার

ঢাকা: সিঙ্গাপুরে প্রশিক্ষণ ও বায়াত নিয়ে দেশে আসা জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃতরা হলেন- দৌলত জামান ওরফে মোয়াজ আল বাঙালি (৩৫) ও সোহেল হাওলাদার ওরফে বেলাল হাফসী আল বাঙালি (২৭)।

শনিবার রাতে রাজধানীর পূর্ব রাজারবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৩। এ সময় তাদের কাছ থেকে দুটি পাসপোর্ট, ৯টি উগ্রবাদী বই, চারটি মোবাইল ফোন একং সাতটি মেমোরি কার্ড জব্দ করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান বলেন, তারা দুজনই সিঙ্গাপুর প্রবাসী শ্রমিক। এদের মধ্যে দৌলত জামান ২০০৪ সালে ও ২০০৯ সালে সোহেল সিঙ্গপুরে যায়। সেখানে মিজানুর রহমান নামের একজনের মাধ্যমে তারা জেএমবিতে জড়িয়ে পড়ে।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!