• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৭, ২০১৭, ০২:১৮ পিএম
রাজধানীতে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর রামপুরা থেকে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপি’র গোয়েন্দা ও  অপরাধ তথ্য বিভাগ (ডিবি পূর্ব)। গ্রেপ্তাররা হলেন- মো. শরীফ (৩২), মো. শিপন মিয়া (২৭), মো. রাসেল (২৪) ও মো. রাজিব (২৫)। এ সময় তাদের কাছ থেকে ২টি চাকু, ১টি তালা ভাঙ্গার সাবোল, ১টি  লোহার তৈরি বাসূলা ও একটি পিকআপ জব্দ করা হয়।

ডিএমপি মিডিয়া সূত্রে জানা যায়, রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে ডিবি (পূর্ব) বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম রামপুরা থানার বাংলাদেশ টেলিভিশন সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় তারা ওই স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। পরস্পর যোগসাজশের মাধ্যমে রাজধানীর বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল। তারা দেশীয় অস্ত্রের সাহায্যে তালা ও গ্রিল কেটে ডাকাতি করে । ডাকাতি করার সময় বাধা প্রাপ্ত হলে তাদের নিকটে থাকা ছুরি দিয়ে আঘাত করে খুন ও জখম করে। তাদের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!