• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ফেনসিডিলের চালানসহ দুইজন আটক


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৬, ২০১৬, ১০:২৭ এএম
রাজধানীতে ফেনসিডিলের চালানসহ দুইজন আটক

রাজধানীর লালবাগে ট্রাকসহ এক হাজার বোতলের একটি ফেনসিডিল চালান জব্দ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় মো. আল আমিন ও সুন্দর চন্দ্র সরকার নামে ওই ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়।

শনিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে লালবাগের ছাতা মসজিদ এলাকা থেকে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ছাতা মসজিদ এলাকায় একটি ট্রাক আটক করা হয়। ট্রাক তল্লাশি করে বস্তাভর্তি ফেনসিডিল পাওয়া যায়। ফেনসিডিলের বোতলের পরিমাণ কমপক্ষে ১০০০ বোতল হবে। ট্রাকসহ চালক ও হেলপারকে থানা হেফাজতে নেয়া হয়েছে। আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফেনসিডিলবাহী ট্রাকটি দিনাজপুরেরর হিলি সীমান্ত এলাকা থেকে এসেছে। লালবাগের ছাতা মসজিদ এলাকার কোনো এক মাদক ব্যবসায়ীর কাছে এসব বিক্রির জন্য পৌঁছে দেয়ার কথা ছিল। তবে তার আগেই পুলিশের কাছে ধরা পড়ে যায়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!