• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ফের স্বস্তির বৃষ্টি


নিজস্ব প্রতিবেদক মে ২৮, ২০১৭, ০১:১৬ পিএম
রাজধানীতে ফের স্বস্তির বৃষ্টি

ঢাকা: টানা কয়েক দিনের প্রচণ্ড গরমের পর গেল শুক্রবার রাজধানীতে এক পশলা স্বস্তির বৃষ্টি হয়। এই বৃষ্টি মানুষের মাঝে প্রশান্তির পরশ বুলিয়ে দিয়েছে। বৃষ্টির কারণে খানিকটা তাপমাত্রাও কমে গেছে।

তীব্র তাপদাহের সঙ্গে লোডশেডিং ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিল জনজীবন। শুক্রবারের বৃষ্টির পর থেকেই তাপমাত্রা কিছুটা কম ছিলো। এরই মধ্যে আজ রোববার ফের বৃষ্টিতে স্বস্তি নেমে এসেছে মানুষের মাঝে।

সকাল থেকেই মেঘলা আকাশ। এরই মাঝে হঠাৎ আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি। প্রায় আধাঘণ্টা ব্যাপী এ বৃষ্টিতে শীতল হয়েছে প্রকৃতি। তবে হঠাৎ করে আসা এ বৃষ্টিতে দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষসহ স্কুলগামী শিক্ষার্থীরা।

সঙ্গে ছাতা না থাকায় কাকভেজা হয়ে যান অনেকে। বৃষ্টির অজুহাতে রিকশাচালকরাও হাকিয়ে নেন বাড়তি ভাড়া।

বেসরকারি চাকরিজীবী করিম উদ্দিন বলেন, হঠাৎ বৃষ্টিতে সঙ্গে ছাতা না থাকায় বিপদে পড়েছি। বৃষ্টির পানি মাথায় নিয়েই অফিসে যেতে হয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!