• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৩, ২০১৭, ১০:০০ এএম
রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুল্লাহ (৩১) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত আব্দুল্লাহ ডাকাত দলের সদস্য।

‘বন্দুকযুদ্ধে’ দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

নিহত আব্দুল্লাহ কিশোরগঞ্জের তাড়াইলের শামসুল ইসলামের ছেলে। আহত দুই পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার মধ্যরাতে তেজগাঁও শিল্পাঞ্চলের বিজি প্রেস মাঠ এলাকায় গুলিতে আহত হন আব্দুল্লাহ। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রাত সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন তাকে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মিজানুর রহমান বলেন, তেজগাঁও শিল্প এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে আব্দুল্লাহ গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি গুলি, তিনটি কার্তুজ ও দুটি চাপাতি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!