• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে বাস চাপায় অটোরিকশা চালক নিহত


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৭, ২০১৮, ১০:২৬ এএম
রাজধানীতে বাস চাপায় অটোরিকশা চালক নিহত

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে রোববার রাতে বাস চাপায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। তরঙ্গ প্লাস কোম্পানির বাসটিকে পুলিশ জব্দ করতে পারলেও পালিয়ে গেছে চালক।

পুলিশ ও স্বজনরা জানান, রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। রিকশা চালক মুনির খিলগাঁওয়ের ত্রিমোহনী ব্রিজ পার হচ্ছিলেন। ব্রিজে ওঠার সময় তরঙ্গ প্লাস কোম্পানির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পিছিয়ে গেলে পেছনে থাকা রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশা চালক মুনিরের মৃত্যু হয়।

এসময় বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাংচুর চালায় ও আগুন ধরিয়ে দেয়। খিলগাঁও থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মুনিরের মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এ ঘটনায় চালকের বিচার দাবি করেছেন মুনিরের স্বজনরা।

নিহতের বোন জানান, এ হত্যাকাণ্ডের বিচার চাই। আমার এ বিচার কে করে দেবে।

ডিএমপির খিলগাঁও থানার এসআই নাসির উদ্দিন তুহিন বলেন, ব্রিজে ওঠার সময় তরঙ্গ প্লাস কোম্পানির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পিছিয়ে গেলে পেছনে থাকা রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশা চালক মুনিরের মৃত্যু হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!