• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে রেলওয়ে কর্মকর্তার লাশ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক  অক্টোবর ৭, ২০১৬, ১০:৫৩ পিএম
রাজধানীতে রেলওয়ে কর্মকর্তার লাশ উদ্ধার

রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি বাসা থেকে গোলাম সরোয়ার (৩০) নামে রেলওয়ের এক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সোয়া ১১টায় শাহজাহানপুর থানা পুলিশ কলোনির ডি/১৫/ও নম্বর ভবনের চতুর্থ তলা থেকে তার লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
 
নিহত সরোয়ার বাংলাদেশ রেলওয়ের জুনিয়র অডিটর পদে কর্মরত ছিলেন। তার বাবার নাম গোলাম মোস্তফা।

নিহতের পরিবারের বরাত দিয়ে শাহজাহানপুর থানার এসআই মোজাম্মেল হক জানান, ঘুম থেকে উঠতে দেরি করায় পরিবারের সদস্যরা সকালে তাকে ডাকাডাকি করেন। কোনও সাড়া শব্দ না পেয়ে তার ছোট ভাই গোলাম ফারুক দরজা ভেঙে তাকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত দেখতে পান। এরপর তারা পুলিশকে খবর দেন।

তিনি আরও বলেন, পুলিশ বাসায় গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

এদিকে নিহতের ভাই গোলাম ফারুক অভিযোগ করেন, ‘গত তিন-চার বছর ধরে সরোয়ার মাদকাসক্ত ছিলেন। এজন্য তাকে দু’দফায় রিহ্যাব সেন্টারে ভর্তিও করা হয়েছিল। কিন্তু তারপরও তিনি ঠিক হননি। এর আগেও কয়েকবার তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।’

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!