• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে সব ‘অবৈধ’ ভবন ভেঙে ফেলার নির্দেশ


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৬, ২০১৬, ০২:২১ পিএম
রাজধানীতে সব ‘অবৈধ’ ভবন ভেঙে ফেলার নির্দেশ

ঢাকা; রাজধানীতে নকশা লঙ্ঘন করে নির্মিত সব ভবন ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

আজ রোববার (১৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।

এর আগে গত জুলাই মাসে রাজধানীর অতি ঝুঁকিপূর্ণ ৩২১টি ভবন ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। নির্দেশ পেয়ে ছয় বছর আগে তালিকা করা ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভাঙার কাজ শুরু করে সরকার।

গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের এক জরিপে দেখা গেছে, এই বিভাগের নির্মিত ২ হাজার ১৯৩টি সরকারি ভবনের ৫৯ শতাংশই ভূমিকম্পের অধিক ঝুঁকিতে। এর আগে ২০০৪ সালে অবিভক্ত সিটি করপোরেশনের করা এক জরিপে রাজধানীতে ঝুঁকিপূর্ণ হিসেবে ৫০০ ভবন চিহ্নিত করা হয়েছি। আর বিধিমালা লঙ্ঘন করে রাজধানীতে নির্মিত ভবনের সংখ্যা ৫ হাজার রয়েছে বলে দাবি ছিল রাজউকের। তবে সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতার কারণে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙা বা অপসারণ করা হয়নি। এ কারণে বড় ধরনের দুর্যোগের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!