• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীতে স্বস্তির বৃষ্টি


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৯, ২০১৭, ০৯:৪২ এএম
রাজধানীতে স্বস্তির বৃষ্টি

ফাইল ছবি

ঢাকা: কার্তিক মাসের প্রথম সপ্তাহের অর্ধেকটা কেটে গেলেও রাজধানীতে শীতের লেশমাত্র নেই। উল্টো দিনভর ভ্যাপসা গরমে রাজধানীবাসীর হাঁসফাস অবস্থা।

এমন পরিস্থিতিতে আকাশে মেঘও খুঁজে পাওয়া যাচ্ছিলো না। এরই মধ্যে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে রাজধানীতে বৃষ্টির দেখা মিলেছে। এতে ভ্যাপসা গরমের পর কিছুটা হলেও স্বস্তি মিলবে গরমে হাঁপিয়ে ওঠা রাজধানীবাসীর। তবে এ সময় মেঘের গর্জনও শোনা যায়।

আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, রাডারে বৃষ্টির চিত্র দেখা যাচ্ছে। বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে, যা ধীরে ধীরে বাড়বে। এদিকে বুধবার দুপুরে বন্দরনগরী চট্টগ্রামে বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়েছে।

এতে ঘর থেকে বের হওয়া মানুষ আর ঘর ফেরত শিক্ষার্থীরা কিছুটা ভোগান্তিতে পড়লেও প্রশান্তিটাই ছিলো মুখ্য।

চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, মধ্য বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবেই মূলত বৃষ্টি হচ্ছে। লঘুচাপটি ২০ অক্টোবরের মধ্যে ভারতের ওড়িশ্যা রাজ্যের কটক দিয়ে অতিক্রম করতে পারে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!