• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ২৭ কোটি টাকার পণ্য জব্দ


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৬, ২০১৬, ০১:৪৪ পিএম
রাজধানীতে ২৭ কোটি টাকার পণ্য জব্দ

রাজধানীর মতিঝিল থেকে শুল্ক ফাঁকির মাধ্যমে অবৈধভাবে আমদানিকৃত প্রায় ২৭ কোটি টাকার এসি, টেলিভিশন ও কসমেটিক্স পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

বুধবার সকালে রাজধানীর মতিঝিলে নটরডেম কলেজের বিপরীতে ম্যাট ইলেকট্রো ইন্ড্রাজট্রিজে অভিযান চালিয়ে ওই সকল পণ্য জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মতিঝিল এলাকায় একটি ওয়্যারহাউজে অভিযান চালিয়ে শুল্ক গোয়েন্দা প্রায় ২৭ কোটি টাকার নকল এসি, টেলিভিশন ও কসমেটিক্স জব্দ করেছে। এগুলো শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা হয়েছে।

তিনি আরো বলেন, কাগজপত্র পরীক্ষা করে এসব পণ্যাদি জব্দ করা হয়। বিকেলে এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান ওয়্যারহাউজটি পরিদর্শন করবেন। এরপরে বিস্তারিত জানানো হবে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!