• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীর পান্থপথে বিস্ফোরণের ঘটনায় মামলা


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৭, ২০১৭, ০৪:৫৪ পিএম
রাজধানীর পান্থপথে বিস্ফোরণের ঘটনায় মামলা

ঢাকা: রাজধানীর পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনালে বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) কলাবাগান থানায় উপ-পরিদর্শক ইমরুল বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে এ মামলা করেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) হোটেল ওলিও ইন্টারন্যাশনালে জঙ্গি অবস্থান করছে- এমন তথ্যে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে আত্মঘাতী বিস্ফোরণে নিহত হন ‘নব্য জেএমবির সদস্য’ সাইফুল ইসলাম।

সাইফুল ইসলামের বাড়ি খুলনার ডুমুরিয়ায়। তিনি খুলনা বিএল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এর আগে তিনি মাদরাসায় পড়াশোনা করেন। তার বাবার নাম আবুল খায়ের।

পুলিশের দাবি, জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বরমুখী মিছিলে আত্মঘাতী বোমা হামলা চালাতে ঢাকায় এসেছিলেন সাইফুল।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!