• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজনীতি খুব কঠিন: মিশেল ওবামা


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২৯, ২০১৭, ১০:৪১ পিএম
রাজনীতি খুব কঠিন: মিশেল ওবামা

ঢাকা: হোয়াইট হাউজ ছেড়ে এখন অবসর যাপন করছেন। মাঝে মাঝে স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামার তোলা সেলফিতে দেখা গিয়েছে তাকে। এই প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তৃতা করলেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। যিনি ওবামার মতোই বিখ্যাত হয়ে আছেন। অবশ্য কথার শুরুতেই বরাবরের মতো নাকচ করে দিলেন রাজনীতিতে নামার সম্ভাবনা। বললেন, রাজনীতি খুব কঠিন।

যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) আমেরিকান ইনস্টিটিউট অব আর্কিটেক্টসের বার্ষিক সম্মলনে বক্তব্য দেন মিশেল। এ সময় তিনি বলেন, ‘রাজনীতিতে নামার আগ পর্যন্ত মনে হবে সব ঠিকই আছে, কিন্তু যখন আপনি এতে জড়াবেন তখন বুঝবেন সমস্যা কাকে বলে।’

প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর মাত্র কয়েক দিন আগে প্রথমবারের জনসমক্ষে বক্তব্য দেন মিশেলের স্বামী সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। মিশেল যখন হোয়াইট হাউজ ছাড়েন তখন তার প্রতি জনসমর্থন ছিল ৬৮ শতাংশ; যা ছিল ওবামার চেয়েও ১০ শতাংশ বেশি।

মিশেল বলেন, ‘আমি আমার সন্তানদের এটা করতে বলব না। কেননা, যখন আপনি উচ্চতর ক্ষমতার পেছনে ছুটবেন তখন তাতে শুধু একাই জড়াবেন না; জড়িয়ে পড়বে আপনার পুরো পরিবার।’ তবে তিনি বলেন, ‘জনগণের সেবা করা সব সময় আমাদের রক্তের সঙ্গে মিশে থাকবে।’

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!