• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
কাদের বললেন

রাজনীতি নিয়ে এখনই ভাবছেন না সাকিব-মাশরাফি


নিজস্ব প্রতিবেদক মে ৩১, ২০১৮, ১১:৪৫ পিএম
রাজনীতি নিয়ে এখনই ভাবছেন না সাকিব-মাশরাফি

ঢাকা : জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের আগামী নির্বাচনে অংশগ্রহণের গুঞ্জনের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, বিশ্বকাপের আগে রাজনীতি-নির্বাচন নিয়ে তাদের কোনো কথা নেই।

বৃহস্পতিবার (৩১ মে) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী মনোনয়নে কিছু চমক আছে। সাকিব আর মাশরাফি এদের ব্যাপারে আমরা কোনো মন্তব্য এই মুহূর্তে করতে চাই না। সাকিবের সঙ্গে আমার কথা হয়েছে। বিশ্বকাপের আগে নির্বাচন নিয়ে, রাজনীতি নিয়ে তাদের কোনো কথা নেই।’

তিনি বলেন, এবারের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নে কিছু চমক আছে। সেটা এখনো কোনো চূড়ান্ত রূপ নেয়নি। অনেকের আবেদন আছে, আগ্রহ আছে। সংস্কৃতি, ক্রীড়া ও গণমাধ্যম- এসব ক্ষেত্র থেকে অনেকের আগ্রহ আছে। ওবায়দুল কাদের বলেন, বিশ্বকাপের পরই দেখা যাবে তারা কে কে নির্বাচন করবেন? কীভাবে করবেন, কোন আসন থেকে করবেন? এগুলো আলাপ-আলোচনার পর্যায়ে চলছে। বিশ্বকাপের আগে তারা মনস্থির করেননি।

তিনি বলেন, ‘আর আমরা যাকেই মনোনয়ন দেব, তাকে অবশ্যই জয়ী হওয়ার মতো অবস্থায় থাকতে হবে। এ ব্যাপারে সবার নামের তালিকা নেত্রীর কাছে আছে।’

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘নড়াইল থেকে নির্বাচন করবেন মাশরাফি। তিনি ভালো মানুষ। তাকে ভোট দিয়েন। তবে কোন দল থেকে নির্বাচন করবেন সেটি বলব না। সাকিবেরও বয়স হয়েছে। তিনিও নির্বাচন করতে পারেন। তিনি করলে আপনারা দুজনকেই সহায়তা করবেন।’

তার এ বক্তব্যের প্রেক্ষাপটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তিনি কি বলেছেন যে আওয়ামী লীগ থেকে প্রার্থী হচ্ছেন? তিনি বলেছেন, অমুক জায়গায় প্রার্থী হচ্ছেন? তিনি বলেছেন যে, এরা (মাশরাফি-সাকিব) প্রার্থী হলে আমি ভোট দেব।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!