• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজনীতিবিদদের সঙ্গে খালেদা জিয়ার ইফতার


নিজস্ব প্রতিবেদক জুন ৬, ২০১৭, ১২:০২ পিএম
রাজনীতিবিদদের সঙ্গে খালেদা জিয়ার ইফতার

ঢাকা : চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবে বিএনপি। সোমবার (০৫ জুন) ইফতারের আগে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে এক সংক্ষিপ্ত খোলামেলা আলোচনায় খালেদা জিয়া এ কথা বলেন।

দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সম্মানে বসুন্ধরার কনভেনশন সিটি- নবরাত্রি হলে  খালেদা জিয়া এই ইফতারের আয়োজন করেন।

ইফতারের আগে সন্ধ্যা ৬ টা ২৬ মিনিটে খালেদা জিয়া অনুষ্ঠান স্থলে প্রবেশ করেন। এরপরই সামনের সারিতে বসা রাজনীতিবিদদের সঙ্গে বেগম জিয়া প্রথমে কুশল বিনিয়য় করেন এবং কথা বলেন। দেশের চলমান পরিস্থিতি নিয়ে নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন তিনি।

এসময় বিকল্প ধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, জাসদ সভাপতি আ স ম আবদুর রব ও তার স্ত্রী তানিয়া রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার ও জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নানও ছিলেন।

এরপর খালেদা জিয়া আমন্ত্রিত অন্যান্য অতিথিদের টেবিল ঘুরে কুশল বিনিময় করেন। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইফতারে অংশ নেন।

মূল মঞ্চে বি চৌধুরী, এলডিপির সভাপতি ড. অলি আহমেদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট এমএ রকিব, জাতীয় পার্টির (কাজী জাফর) টিআইএম ফজলে রাব্বী চৌধুরী, জাগপার ভারপ্রাপ্ত সভাপতি মরহুম শফিউল আলম প্রধানের স্ত্রী অধ্যাপিকা রেহমান প্রধানসহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে মূল টেবিলে ইফতার করেন বিএনপি চেয়ারপারসন।

জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম, মিয়া গোলাম পারোয়ার, কর্মপরিষদ সদস্য সেলিম উদ্দিন, মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া, শামীম সাঈদী প্রমুখ।

২০ দলীয় জোটের অন্য শরিকদের মধ্যে খেলাফত মজলিশের মাওলানা সৈয়দ মজিবুর রহমান, আহমদ আবদুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা নূর হোসাইন কাসেমী, মুফতি আবদুর রব ইউসুফী, বিজেপির আবদুল মতিন সউদ, জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, আহসান হাবিব লিংকন, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, মোস্তাফিজুর রহমান মোস্তফা, এলডিপির ড. রেদোয়ান আহমেদ, শাহাদাৎ হোসেন সেলিম, জাগপার খোন্দকার লুৎফর রহমান, আবু মোজাফ্ফর মোহাম্মদ আনাছ, শেখ জামালউদ্দিন, ব্যারিস্টার তাসমিয়া প্রধান, এনডিপির খোন্দকার গোলাম মোর্ত্তজা, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপের জেবেল রহমান গানি, গোলাম মোস্তফা ভুঁইয়া, মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান খান, শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, পিপলস লীগের গরীবে নেওয়াজ, সৈয়দ মাহবুব হোসেন, ইসলামিক পার্টির আবু তাহের চৌধুরী, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ প্রমুখ ইফতারে অংশ নেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ইফতারে অংশ নেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুস সালাম, ফজলুল হক মিলন, শামা ওবায়েদ, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, শাহ নোসারুল হক, তাইফুল ইসলাম টিপুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!