• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজনীতির দোকান বন্ধের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক মার্চ ১২, ২০১৭, ১১:৫৬ পিএম
রাজনীতির দোকান বন্ধের নির্দেশ

ঢাকা: নামের সঙ্গে আওয়ামী লীগ জুড়ে দিয়ে গজিয়ে ওঠা নানা সংগঠনগুলোর বিতর্কিত ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বললেন, ‘রাজনীতির নামে কিছু কিছু দোকান খোলা হয়েছে। এই দোকানগুলো বন্ধ করতে হবে।’

রোববার (১২ মার্চ) বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত এক আলোচনা সভায় এই ক্ষোভ প্রকাশ করেছেন ওবায়দুল কাদের।

রাজনীতির নামে দোকান খোলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘রাস্তায় দেখলাম আওয়ামী প্রচার লীগ, আওয়ামী ওলামা লীগ, প্রজন্ম লীগ। কোনো কোনো সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। হেফাজতে ইসলামের বিতর্কিত সব দাবির প্রতি ওলামা লীগের সমর্থনসূচক বক্তব্যও আসছে।’

ঠিক কী পরিমাণ সংগঠন এভাবে দাঁড়িয়ে গেছে তার কোনো পরিসংখ্যান নেই জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘এই সংখ্যার হিসেব নেই, ব্যাঙের ছাতার মতো গজিয়ে গেছে। এক একটা দিবস আসে আর এইসব দোকানের নামে চাঁদাবাজি হয়।’

এ ধরনের কোনো সংগঠনকে আওয়ামী লীগের পক্ষ থেকে স্বীকৃতি দেয়া হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘স্বীকৃত সংগঠনের বাইরে কেউ বঙ্গবন্ধু, নেত্রী, জয় ও দলের নেতাদের ছবি ব্যবহার করলে তাদের প্রতিরোধ করুন।’

এসব সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে সাধারণ সম্পাদক বলেন, ‘এদের কারণে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এসব সংগঠনের হেডকোয়ার্টার কোথায়, প্লিজ আসুন সবাই মিলে বন্ধ করি।’

গণমাধ্যমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের কোনো নেতা এসব সংগঠনের অতিথি হলে প্লিজ আপনারা কাভারেজ দিবেন না। টিভিতে দেখানো আর পত্রিকায় নাম আনার জন্যই এসব দোকান।’

সোনালীনিউজডটকম/এন

Wordbridge School
Link copied!