• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজবাড়ীতে আন্তঃনগর ট্রেন লাইনচ্যুত


রাজবাড়ী প্রতিনিধি মে ২১, ২০১৭, ১১:৫৪ এএম
রাজবাড়ীতে আন্তঃনগর ট্রেন লাইনচ্যুত

রাজবাড়ী: জেলায় কালুখালী ভাটিয়াপাড়া আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। এতে ওই লাইনে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার (২০ মে) বিকেলে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে এঘটনা ঘটে।

এদিকে ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

রাজবাড়ী রেলওয়ে সূত্র জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা ৭৭৯ নং কালুখালী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী রেলওয়ে স্টেশনে প্রবেশের মুহূর্তে ইঞ্জিনের পেছনের বগির আটটি চাকা লাইনচ্যুত হয়।

ওই সময় রাজবাড়ীর ১নং রেল স্টেশনে কুষ্টিয়ার পোড়াদহগামী সাটল ট্রেনটি দাঁড়িয়েছিল। যেকারণে কালুখালী ভাটিয়াপাড়া আন্তঃনগর ট্রেনটির রাজবাড়ীর ২ নং স্টেশনে ঢোকার জন্য লাইন ক্লিয়ার দেয়া হয়। এর পরেই সাটল ট্রেনটি রাজবাড়ী থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবার জন্য লাইন ক্লিয়ার দেয়া হয়। একই সময়ে দুটি লাইনের ক্লিয়ার দেয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ট্রেন লাইনচ্যুত হওয়ায় রাজবাড়ীর পোড়াদহ, পোড়াদন্ড রাজবাড়ী সাটল ট্রেনটি বাতিল করা হয়েছে। এছাড়াও লাইনচ্যুত হওয়া ট্রেনটির দুটি ট্রিপ বাতিল হয়েছে।

রাজবাড়ী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. সুলতান আলী জানান, ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। জাক ক্রুর সাহায্যে ট্রেনটি উদ্ধারের চেষ্টা চলছে আশা করছি রাতের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!