• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজবাড়ীতে ২৭ জেলের দণ্ড


আল-মামুন আরজু, রাজবাড়ী অক্টোবর ২১, ২০১৮, ০৩:৪৭ পিএম
রাজবাড়ীতে ২৭ জেলের দণ্ড

রাজবাড়ী: নিশেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মায় ইলিশ ধরার অপরাধে ২৭ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে জব্দ করা হয়েছে ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ।

রোববার (২১ অক্টোবর) ভোর চারটা থেকে সকাল ১০টা পর্যন্ত রাজবাড়ীর পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় জেলা প্রশাসন  ও মৎস্য বিভাগ এ সময় ২৭ জেলেকে আটক করা হয়।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মজিনুর রহমান জানান, ইলিশের প্রজনন মৌসুমে  ইলিশ ধরায় নিশেধাজ্ঞা থাকায় রাজবাড়ীর পদ্মায় অভিযান চালিয়ে  ২৭ জেলেকে আটক করা হয়। পরে রাজবাড়ীর এনডিসি শাহ মোঃ সজীবের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করে।

আর জাল আগুনে পুরিয়ে নষ্ট করার নির্দেম প্রদান করেন। সেই সাথে মাছগুলো বিভিন্ন এতিমখানায় প্রদান করা হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!