• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজবাড়ীর গোয়ালন্দে মাদকসেবীর কারাদণ্ড


রাজবাড়ী প্রতিনিধি মে ২৫, ২০১৬, ০৭:৩৬ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দে মাদকসেবীর কারাদণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দে মো. চান্দু নামের এক মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার সকালে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গাঁজা সেবনরত অবস্থায় তাকে আটক করে এ কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত চান্দু কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মহিষকান্দি গ্রামের ফজলুল হকের ছেলে।

অপরদিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হেরোইনসহ শফিউল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার বিনদপুর এলাকার আবুল কালাম শেখের ছেলে।

পুলিশ জানায়, দৌলতদিয়া ঘাট এলাকা থেকে ৩ পুড়িয়া গাঁজাসহ চান্দুকে গ্রেফতার করা হয়। পরে তাকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ ঘোষের আদালতে হাজির করা হলে আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করে। এর আগে মাদক বিরোধী অভিযানে দৌলতদিয়া পতিতাপল্লীতে অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায় শফিউলকে ২৫ পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দয়ের করে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!