• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজবাড়ীর পদ্মায় পানি বাড়ছে, ভাঙ্গন অব্যাহত


রাজবাড়ী প্রতিনিধি আগস্ট ৩১, ২০১৬, ০২:১০ পিএম
রাজবাড়ীর পদ্মায় পানি বাড়ছে, ভাঙ্গন অব্যাহত

ফারাক্কার পানির প্রভাবে রাজবাড়ীর পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে সেই সাথে অব্যাহত রয়েছে নদী ভাঙ্গনও। গত ২৪ ঘন্টায় পদ্মার পানি বৃদ্ধি পেয়েছে ১ সেঃ মিটার রাজবাড়ী সদর উপজেলার সাড়ে ৮ কিলোমিটার এলাকায় চলছে ভাঙ্গন এছারাও জেলার পাংশা, কালুখালী ও গোয়ালন্দ উপজেলায় ভাঙ্গন চলছে।

দৌলতদিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যাবস্থাপক সফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তীব্র স্রোতের কারণে ব্যাঘাত ঘটছে ফেরি চলাচলের এই রুটে বর্তমানে ১৪ টি ফেরি চলাচল করছে। চারটি ঘাটের মধ্যে ৩ এবং ৪ নম্বর ঘাট  পুরোপুরি সচল রয়েছে ২ নম্বরঘাটটি সচল থাকলেও স্রোতের কারণে কোন ফেরি ভীরতে পারছে না ঘাটে, আর ১ নম্বর ঘাটসহ পুরো একটি গ্রাম নদী গর্ভে চলে যাওয়ায় কবে নাগাদ নির্মান কাজ শুরু হবে তা বলতে পারেনি কর্তৃপক্ষ। এতে ঘাটের দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সাড়ি তৈরি হয়েছে। 

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!