• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহী সেরা, কুমিল্লার ছন্দপতন


নিজস্ব প্রতিবেদক মে ৪, ২০১৭, ০২:০০ পিএম
রাজশাহী সেরা, কুমিল্লার ছন্দপতন

ঢাকা: পাসের হার কমলেও এসএসসি পরীক্ষায় এবারও শীর্ষস্থান ধরে রেখেছে রাজশাহী শিক্ষা বোর্ড। তবে ছন্দপতন হয়েছে কুমিল্লা বোর্ডে। দেশের ১০ বোর্ডের গড় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। আর আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এই হার ৮১ দশমিক ২১ শতাংশ।

এবার দেখে নেয়া যাক কোন বোর্ডে পাসের হার কত-

  • রাজশাহী শিক্ষা বোর্ড : পাসের হার ৯০ দশমিক ৭০ শতাংশ।
  • ঢাকা শিক্ষা বোর্ড : পাসের হার ৮৬ দশমিক ৩৯ শতাংশ।
  • দিনাজপুর শিক্ষা বোর্ড : পাসের হার ৮৩ দশমিক ৯৮ শতাংশ।
  • চট্টগ্রাম শিক্ষা বোর্ড : পাসের হার ৮৩ দশমিক ৯৯ শতাংশ।
  • সিলেট শিক্ষা বোর্ড : পাসের হার ৮০ দশমিক ২৬ শতাংশ।
  • যশোর শিক্ষা বোর্ড : পাসের হার ৮০ দশমিক শূন্য ৪ শতাংশ।
  • বরিশাল শিক্ষা বোর্ড : পাসের হার ৭৭ দশমিক ২৪ শতাংশ।
  • কুমিল্লা শিক্ষা বোর্ড : পাসের হার ৫৯ দশমিক শূন্য ৩ শতাংশ।

এ ছাড়া মাদ্রাসা বোর্ডে (দাখিল) পাসের হার ৭৬ দশমিক ২০ শতাংশ এবং কারিগরি বোর্ডে (ভকেশনাল) ৭৮ দশমিক ৬৯ শতাংশ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!