• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে পুলিশ


রাজশাহী প্রতিনিধি এপ্রিল ২৫, ২০১৭, ১২:১৬ পিএম
রাজশাহীতে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে পুলিশ

রাজশাহী : রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে ওই বাড়ির চারপাশ ঘিরে অবস্থান নেয় পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারি কমিশনার ইফতে খায়ের আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নগরীর হড়গ্রাম কোর্ট কলেজ এলাকার একটি বাড়িতে জঙ্গি আস্তানা রয়েছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকার চারপাশে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট সদস্যরা অবস্থান নিয়েছে। সেখানে জঙ্গি আস্তানা থাকার কোনো সুনির্দিষ্ট তথ্য আছে কি না জানতে চাইলে কোনো মন্তব্য করেননি পুলিশ কর্মকর্তারা।

তিনি আরও বলেন, তারা জঙ্গি আস্তানার তথ্য নিশ্চিত হয়ে এবং ওই এলাকা পর্যবেক্ষণ শেষে অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে এর আগে আশপাশের লোকজনকে সরিয়ে দেয়া হবে বলে জানান তিনি।

এর আগে গত রোববার গাজীপুরের টঙ্গীতে ১৫টি ওয়ার্ড ঘিরে একই ধরনের অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে উগ্র মতবাদের বই, তিনটি দেশীয় অস্ত্র ও মাদকসহ ১০ জনকে আটক করার কথা জানায় পুলিশ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!