• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে রোববার অর্ধদিবস হরতাল


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১০, ২০১৬, ০৬:১৪ পিএম
রাজশাহীতে রোববার অর্ধদিবস হরতাল

রাজশাহী : বর্ধিত হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও সাইনবোর্ড ফি বাতিলের দাবিতে রাজশাহী মহানগর এলাকায় রোববার (১১ ডিসেম্বর) অর্ধদিবস হরতাল পালিত হবে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করার আহ্বান জানিয়েছেন নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদ।

নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহ্বায়ক এনামুল হক বলেন, সঙ্গতিবিহীনভাবে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে দীর্ঘদিন ধরে রাজশাহীবাসী আন্দোলন করে আসছে। কিন্তু সিটি করপোরেশন কর্তৃপক্ষ ট্যাক্স আদায়ে অনড় রয়েছে। বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার, বর্ধিত ট্রেড লাইসেন্স ফি ও সাইনবোর্ড ফি বাতিল এবং সহনীয় পর্যায়ে ভ্যাট আরোপের দাবিতে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল কর্মসূচি পালিত হবে।

হরতাল কর্মসূচি সফল করার জন্য তিনি রাজশাহী নগরের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স, দমকলের গাড়ি ও ওষুধবাহী গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।

রাজশাহী বিভিন্ন সামাজিক, পেশাজীবী, ব্যবসায়ী ও মানবাধিকার সংগঠনের সমন্বয়ে গঠিত এই নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদ। তারা গত ২৬ নভেম্বর একই দাবিতে সাহেববাজারে মানববন্ধন করে সিটি করপোরেশনকে সাতদিনের আল্টিমেটাম দিয়েছিল। এরপর গত ৩ ডিসেম্বর (শনিবার) সংবাদ সম্মেলন করে হরতালের ডাক দেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!