• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীর বিপক্ষে ফিল্ডিংয়ে মাশরাফির রংপুর


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ৪, ২০১৭, ০৭:২৮ পিএম
রাজশাহীর বিপক্ষে ফিল্ডিংয়ে মাশরাফির রংপুর

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে উদ্বোধনী ম্যাচে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসকে উড়িয়ে শুভ সূচনা করল নাসিরের সিলেট সিক্সার্স। দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করছে রাজশাহী কিংস।

শনিবার (৪ নভেম্বর) সন্ধায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ফ্লাড লাইটের আলোয়  অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে ৯ উইকেটে হারায় সিলেট সিক্সার্স। দ্বিতীয় ম্যাচেও খেলা উপভোগ করার জন্য মাঠের চারদিকে গ্যালারি ভর্তি দর্শক রয়েছেন।

মালিকানা বদল হয়ে রংপুর রাইডার্সের দায়িত্ব পেয়েছে বসুন্ধরা গ্রুপ। তারকার মেলায় মানের দিক থেকে এগিয়ে রাইডার্স। পুনর্গঠিত হওয়া এ ফ্র্যাঞ্চাইজিতে অধিনায়ক হিসেবে যোগ দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের দলে খেলবেন ক্রিস গেইল, ল্যাসিথ মালিঙ্গা ও ব্রেন্ডন ম্যাককুলামরা।

অপরদিকে গত আসরের রানার্সআপ রাজশাহী কিংস রেখে দিয়েছে ড্যারেন স্যামি, জেমস ফ্রাঙ্কলিন, মোহাম্মদ সামি, লেন্ডল সিমন্সদের। নতুন করে যোগ দিয়েছেন লাল সবুজের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম।

রংপুর রাইডার্স: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), শাহরিয়ার নাফিস, এডাম লিথ, জনসন চার্লস, রবি বোপারা, থিসারা পেরেরা, মোহাম্মাদ মিঠুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, নাজমুল ইসলাম ও ল্যাসিথ মালিঙ্গা।

রাজশাহী কিংস: ড্যারেন স্যামি (অধিনায়ক), মুশফিকুর রহীম, মুমিনুল হক, লুক রাইট, রনি তালুকদার, সামিত প্যাটেল, জেমস ফ্র্যাঙ্কলিন, ফরহাদ রেজা, নিহাদুজ্জামান, মেহেদী হাসান মিরাজ ও কেসরিক উইলিয়ামস।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!