• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজীবের দুই ভাইয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছে ক্যামব্রিয়ান


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৮, ২০১৮, ০৮:৪৩ পিএম
রাজীবের দুই ভাইয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছে ক্যামব্রিয়ান

ঢাকা: রাজধানীতে দুই বাসের রেষারেষিতে নিহত রাজীবের ছোট দুই ভাইয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছে ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার। বুধবার (১৮ এপ্রিল) ক্যামব্রিয়ান কলেজ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনেক কষ্ট করে রাজীব তার পিতামাতাহীন দুই ভাইয়ের খরচ চালাতো। তার মৃত্যুতে ছোট দুই ভাইয়ের লেখাপড়া অনিশ্চিত হওয়ায় তাদের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার।

এতে আরও বলা হয়েছে, রাজীবের দুই ভাই মেহেদি হাসান সপ্তম শ্রেণি ও আব্দুল্লাহ হাসান ষষ্ঠ শ্রেণির ছাত্র। তারা দু’জনই কোরআনে হাফেজ তামিরুল মিল্লাত মাদরাসায় অধ্যয়নরত। তারা চাইলে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে বিনা খরচে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত অধ্যয়নের সুযোগ পাবে। অথবা যে শিক্ষাপ্রতিষ্ঠানে রয়েছে, তার ব্যয় বহন করবে।

পটুয়াখালী থেকে রাজীবের খালা জাহানারা বেগম ও মামা জাহিদুল ইসলাম এ বিষয়ে সম্মতি জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!