• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজীবের পরিবারকে ক্ষতিপূরণের আদেশ সোমবার


আদালত প্রতিবেদক মে ১৭, ২০১৮, ০১:১০ পিএম
রাজীবের পরিবারকে ক্ষতিপূরণের আদেশ সোমবার

ঢাকা: রাজধানীতে দুই বাসের চাপায় হাত হারিয়ে নিহত রাজীবের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিআরটিসির আবেদনের ওপর সোমবার আদেশ দেবেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১৭ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ শুনানি শেষে আদেশের এ দিন ধার্য করেন।

শুনানিতে বিআরটিসির আইনজীবী আদালতকে জানান, স্বজন পরিবহনের ওভারটেকিং এর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এখানে বিআরটিসি বাসের কোনো দায় নেই। অন্যদিকে স্বজন পরিবহনের আইনজীবী আদালতকে জানান, স্বজন পরিবহনের নামে বাসটি চলাচলকারী বাসটি আসলে ব্যক্তি মালিকানায় চলাচল করে।

৮ মে এই দুই পরিবহনকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট। গত ৩ এপ্রিল রাজধানীর কাওয়ান বাজারে দুই বাসের রেষারেষিতে হাত হারান তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!