• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজ্জাকের সেরা নয় সিনেমা...


বিনোদন প্রতিবেদক জানুয়ারি ২৩, ২০১৭, ০১:৫২ পিএম
রাজ্জাকের সেরা নয় সিনেমা...

পশ্চিম বাংলা থেকেও এসেও বাংলাদেশের সিনেমায় ধীরে ধীরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন নায়করাজ রাজ্জাক। দেশ স্বাধীনের আগে মহান নির্মাতা জহির রায়হানের সাথে ঋদ্ধতা হয়। তার ‘বেহুলা’ নামের ছবিতে প্রথমবার নায়ক হিসেবে মানুষ দেখতে পায় এক সুদর্শন চেহারার রাজ্জাককে। এরপর জহির রায়হানের ‘জীবন থেকে নেয়া’ ছবিতেও নিজের অভিনয় করেন নায়ক রাজ্জাক। ষাটের দশকের মাঝামাঝিতে রাজ্জাকের পথ চলা শুরু হলেও  তার পরিপূর্ণ বিকাশ ঘটে দেশ স্বাধীনের পর, পুরো সত্তুর দশকজুড়ে রাজ্জাক তার অভিনয় দিয়ে বাংলা ছবির জগতকে আপন মনে ঋদ্ধ করতে থাকেন। 

নীল আকাশের নীচে, স্বরলিপি, মনের মত বউ, অশ্রু দিয়ে লেখা, অবুঝ বউয়ের মত কিংবদন্তিতুল্য ছবিতে অভিনয় করেন তিনি। নিজ দক্ষতা আর অভিনয় ক্ষমতায় তিনি বাংলা চলচ্চিত্রকে অন্য উচ্চতায় পৌঁছে দেয়ার দায়িত্ব নিজ কাঁধে নিয়ে নেন। সত্তুর ও আশির দশকে শাবানা, ববিতা আর কবরির সাথে তার যে ক্যামিস্ট্রি বাংলা চলচ্চিত্র দেখেছে, তা আজ অবধি অক্ষুণ্ণ। রাজ্জাক-শাবানা, রাজ্জাক-ববিতা, রাজ্জাক-কবরি জুটিবদ্ধ সিনেমাগুলো আজো বাঙালি হৃদয়ে অম্লান। খ্যাতিমান এই অভিনেতার জন্মদিনে তাকে অকৃত্রিম শ্রদ্ধা। সেইসাথে তার জন্মদিনকে উপলক্ষ্য করে এখানে দেখে নিতে পারেন রাজ্জাক অভিনীত বেশ কয়েকটি জনপ্রিয় ও প্রশংসিত সিনেমা:

জীবন থেকে নেয়া: 

রংবাজ: 

ছুটির ঘন্টা: 

বাবা কেনো চাকর: 

অনির্বাণ: 

আবির্ভাব: 

অশিক্ষিত: 

নীল আকাশের নিচে: 

অশ্রু দিয়ে লেখা: 

সোনালীনিউজ/এমটিএল

Wordbridge School
Link copied!