• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাত ২টায় মুখোমুখি রিয়াল-বার্সা


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৩, ২০১৭, ০৯:৩৫ পিএম
রাত ২টায় মুখোমুখি রিয়াল-বার্সা

ঢাকা: রিয়াল-বার্সা লড়াই মানে অন্যরকম শিহরণ। যুগ যুগ ধরে এই লড়াই এক ঐতিহ্যের লড়াইয়ে পরিণত হয়েছে। স্প্যানিশ সুপার কাপের লড়াইয়ে আবারও মুখোমুখি হতে চলেছে রিয়াল-বার্সা। ন্যূ ক্যাম্পে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রোববার রাত ২টায়। নেইমারকে ছাড়া ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বার্সা কেমন করে সেটাই এই ম্যাচে বড় আকারে দেখা দিতে পারে।    

সর্বশেষ এল ক্ল্যাসিকো খেলেছিলেন নেইমার। মার্কিনযুক্তরাষ্ট্রের সেই এল ক্ল্যাসিকোই ছিল বার্সার হয়ে নেইমারের শেষ ম্যাচ। মাঝে বার্সা আর একটি  ম্যাচই খেলেছে। নিজেদের মাঠেই হুয়ান গাম্পার মাচে তারা হারিয়েছিল ব্রাজিলিয়ান ক্লাব শ্যাপেকোয়েন্সকে।

ফের এল ক্লাসিকো। ঘরের মাঠে নিজেদের প্রমাণের জন্য মরিয়া হয়ে ঝাঁপাবে বার্সা। কিন্তু নেইমারের ঘাটতি কে পুষিয়ে দেবেন সেটি কোটি টাকার প্রশ্ন।
রিয়াল মাদ্রিদের সম্ভাব্য একাদশ: নাভাস, কার্ভাজল, ভারানে, রামোস, মার্সেলো, ইসকো, টনি ক্রুস, কাসেমিরো, রোনালদো, বেল, বেনজেমা।
বার্সেলোনার সম্ভাব্য একাদশ: টার স্টেগান, ভিদাল, পিকে, উমতিতি, আলবা, রাকিতিচ, বুসকেটস, ইনিয়েস্তা, মেসি, সুয়ারেজ, দেউলোফেউ।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!