• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাত ৮টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার নির্দেশ


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩১, ২০১৭, ০৬:৫৮ পিএম
রাত ৮টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার নির্দেশ

ঢাকা: পশুর হাটের নিকটবর্তী ব্যাংক শাখাগুলো বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাড়তি সময় পর্যন্ত যেসব কর্মকর্তা-কর্মচারী ব্যাংকে দায়িত্ব পালন করবেন তাদেরকে যুক্তি সংগত ভাতাও দিতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহষ্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো হয়।

সার্কুলারে বলা হয়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশুর হাটগুলোতে প্রচুর ব্যবসায়ীর সমাগম ঘটে এবং বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়ে থাকে। ব্যবসায়ীদের আর্থিক লেনদেন নিরাপদ ও সহজরত করতে রাত ৮টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়াও ঈদের ছুটিতে ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা অফিস, এটিএম বুধ ইত্যাদির সার্বিক নিরাপত্তা বিধানে সতর্কতা অবলম্বনের জন্যও নির্দেশনা দেওয়া হয় ব্যাংকগুলোকে।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!