• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাতারাতি নদীর পানির রং টকটকে লাল!


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ৮, ২০১৬, ০৯:৩৯ পিএম
রাতারাতি নদীর পানির রং টকটকে লাল!

রাশিয়ার নরিলস্ক শহরের দালদিকান নদীর পানির রং হঠাৎ বদলে লাল হয়ে যায়। এদিকে নদীর পানির অবস্থা দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন নদীর পানি বিষাক্ত হয়ে গিয়েছে, আবার কারো কারো মতে, এর পিছনে কোনো রহস্য রয়েছে। তবে এখনও পর্যন্ত নদীর রং লাল হয়ে যাওয়ার সঠিক কোন ব্যাখ্যা না পাওয়ায় আতঙ্ক বাড়ছে স্থানীয়দের।

রাশিয়ার ক্রাসনোয়ার্সক ক্রাইয়ের অন্যতম শিল্প শহর হল নরিলস্ক। আর্কটিক সার্কেলে অবস্থিত এই শহরটির  জনসংখ্যা ১ লাখের কিছু বেশি। 

পরিবেশবিদরা মনে করছেন, এই শহর জনবহুল ও শিল্পোন্নত হওয়ায় বাড়ছে দূষণের মাত্রা। এর কারণেই নদীর রং পরিবর্তন হতে পারে। রাশিয়ার সবচেয়ে দূষিত শহর বলেই পরিচিত নরিলস্ক।

 

অন্যদিকে, রাশিয়ার প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ মন্ত্রক অভিযোগ করেছে, দালদিকান নদীর তীরে অবস্থিত নাদেঝদা মেটালারজিক্যাল প্ল্যান্টের থেকে বের হওয়ায় রাসায়নিক বিষক্রিয়ায় নদীর রং পাল্টে গিয়েছে। হয়ত পাইপ লাইনের কোনও জায়াগা লিক হয়ে রাসায়নিক মিশছে নদীর পানিতে। বিশ্বের সবচেয়ে বড় নিকেল প্রস্তুতকারক হল এই নাদেঝদা মেটালারজিক্যাল প্ল্যান্ট।

তবে পরিবেশ মন্ত্রণালয়ের সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে তারা। পাইপ লাইনে কোনো ফাটলের কথাও মানতে চায়নি তারা।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!