• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাতে ইরান যাচ্ছে বাংলাদেশ ভলিবল দল


ক্রীড়া প্রতিবেদক আগস্ট ১১, ২০১৮, ০৬:২৯ পিএম
রাতে ইরান যাচ্ছে বাংলাদেশ ভলিবল দল

ফাইল ছবি

ঢাকা: বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিতে গত ১৬ মার্চ ইরান সফর করেছে বাংলাদেশ জাতীয় ভলিবল দল। প্রায় একমাসের প্রস্তুতি ক্যাম্পের ফল ছিল রানার্স আপ। আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এশিয়ান চ্যাম্পিয়নশিপ সামনে রেখে আবারও ইরান যাচ্ছে লাল সবুজের দল। শনিবার দিবাগত রাত ৩টায় ঢাকা ত্যাগ করবে কোচ আলী পৌর আরোজীর শিষ্যরা।

এবার ইরানে অবস্থানকালে বাংলাদেশ জাতীয় ভলিবল দল উচ্চতর প্রশিক্ষণের পাশাপাশি ইরানের শীর্ষস্থানীয় বিভিন্ন ক্লাব দলের সঙ্গে ১৫টি প্রস্তুতিমূলক ম্যাচে অংশগ্রহণ করবে। প্রশিক্ষণ শেষে বাংলাদেশ দল এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের লক্ষ্যে আগামী ১২ সেপ্টেম্বর ইরান থেকে সরাসরি শ্রীলঙ্কা গমণ করবে।

উল্লেখ্য, এশিয়ান চ্যাম্পিয়নশিপে বাংলাদেশসহ এশিয়ার শীর্ষস্থানীয় ১০ টি দেশ অংশগ্রহণ করবে। প্রতিযোগিতা শেষে বাংলাদেশ জাতীয় ভলিবল দল আগামী ২৩ সেপ্টেম্বর ঢাকায় প্রত্যাবর্তন করবে।

বাংলাদেশ দল: মো. রাশেদ খান মেনন, সজীবুর রহমান, মহসীন উদ্দীন, নারায়ন দেবনাথ, মাসুদ হোসেন, মো. আব্দুল মোমিন, শেখ ইসমাইল হোসেন, মো. আল আমিন, মো: নাহিদ হাসান, রুহুল আমিন, রমজান আলী, মো. সোনা মিয়া, মো. রাজু আহমেদ, কায়সার হামিদ, তানভীর হোসেন তন্ময়, রেদওয়ানুর রহমান, হরসিত বিশ্বাস।
প্রধান কোচ: আলী পৌর আরোজী
সহকারী কোচ: মো. এমদাদুল হক
ম্যানেজার ও কোচ: অসীম সাহা
রেফারি: মো. হুমায়ুন মোর্শেদ

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!