• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাতে ২০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চলবে না


আদালত প্রতিবেদক ডিসেম্বর ১৪, ২০১৭, ১২:২৪ পিএম
রাতে ২০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চলবে না

ঢাকা: রাজধানীর আবাসিক এলাকা ও ভিআইপি এলাকায় দুর্ঘটনা ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাত ১০টার পর ২০ কিলোমিটারের অধিক গতিতে গাড়ী না চালানোর আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত যে সমস্ত কারখানা হাইড্রোলিক হর্ন উৎপাদনের সঙ্গে জড়িত বা বন্ধ করতেও নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন।

এ বিষয়ে আদালতে একটি সম্পুরক আবেদন করেন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের চেয়ারম্যান মনজিল মোরসেদ। পরে আদালত এ বিষয়ে শুনানী করে এ বিষয়ে আদেশ দেন।

পরে আদালত থেকে বেরিয়ে মনজিল মোরসেদ বলেন, আদালত এ বিষয়ে আগেও কিছু নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, জনস্বার্থে আমরা মামলাটি করেছিলাম। আদালত এ বিষয়ে শুনানী করে আদেশ দিলেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!