• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাতেই বিদেশ চলে যেতে পারেন প্রধান বিচারপতি


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৩, ২০১৭, ০৭:৪৪ পিএম
রাতেই বিদেশ চলে যেতে পারেন প্রধান বিচারপতি

ঢাকা: ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রাতেই বিদেশে চলে যেতে পারেন বলে জানা গেছে। তাকে পুলিশ স্কট দিতে সন্ধ্যা ৬টায় দুটি পিকআপভ্যান তার বাসভবনে প্রবেশ করে। ৭টার দিকে একটি ভ্যান বেরিয়ে যায়।

এছাড়া সন্ধ্যা সোয়া ৬টায় তার একান্ত সচিব আনিসুর রহমানও তার বাসভবনে প্রবেশ করেছে। ৭টার দিকে বেঞ্চ রিডার মাহবুব হোসেন ও কোর্ট কিপার ওয়ারেস আলী খানসহ ৩জন যেখানে যান।

সূত্র জানায়, রাত ১১টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হতে পারেন তিনি। সকাল থেকেই তার সরকারি বাসভবনে আত্মীয়স্বজনরা দেখা করতে যাচ্ছেন।

ভাতিজির জামাই রাজ মনু সিংহ ১২টা ৪৫ মিনিটে, আরেক ভাতিজিজামাই সুজিত সিনহা, রাম কান্ত সিনহা প্রবেশ করেন ১০টা ২২ মিনিটে। শ্যালিকা শীলা সিনহা ও তার মেয়ে সীমা সিনহা প্রধান বিচারপতির বাসায় যান ১০টা ২৩ মিনিটে।

তারা সবাই এখন প্রধান বিচারপতির বাসভবনে অবস্থান করছেন।

প্রধান বিচারপতি আজই বিদেশ যাচ্ছেন এমন গুঞ্জনে তার বাসার সামনে বিপুলসংখ্যক গণমাধ্যমকর্মী ভিড় করছেন। সেখানে গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়েছে।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!