• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রান আউট হওয়া কুপারকে ফিরিয়ে তামিমের মহানুভবতা


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ৩০, ২০১৭, ০৪:২৩ পিএম
রান আউট হওয়া কুপারকে ফিরিয়ে তামিমের মহানুভবতা

ফাইল ছবি

ঢাকা: কুমিল্লা-ঢাকা ম্যাচের ঘটনা। রান আউট হয়ে ফিরে যাচ্ছিলেন কেভিন কুপার। কিন্তু তাঁকে ফিরিয়ে আনলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিম ইকবাল। কী হয়েছিল মাঠে? ১৮ তম ওভারের দ্বিতীয় বলে রান নিতে গিয়ে ডোয়াইন ব্রাভোর সঙ্গে ধাক্কা লাগে কুপারের। ছিটকে পড়েন ব্রাভো। দৌড়ানোর চেষ্টা না করে থেমে গেলেন কুপার। রান আউট।

কুপার তাই ড্রেসিংরুমের দিকে হাঁটা ধরেছিলেন। দুজনের সঙ্গে ধাক্কা লাগাটা কারোরই ইচ্ছাকৃত ছিল না। তামিম সেটি বুঝতে পেরে কুপারকে থামালেন। ঢাকার কোচ খালেদ মাহমুদ ও আম্পায়ারের সঙ্গে কথা বলে কুপারকে ফিরিয়ে আনেন তামিম। শূন্য রানে আউট হতে পারতেন। কিন্তু তামিমের স্পোর্টসম্যানশীপের কারণে শেষ পর্যন্ত ৫ বলে অপরাজিত ৯ রান করেছেন কুপার।

সংবাদ সম্মেলনে কোচ সালাউদ্দিন বলে গেলেন, ‘আমরা চাইলে তাঁকে (কুপার) নাও ফেরাতে পারতাম। তামিম গ্রেট স্পোর্টসম্যানশীপ দেখিয়েছে। এটা তামিমের মহানুভবতা। ক্রিকেটে এটি উদাহরণ হয়ে থাকবে।’

 সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!