• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘রান করতে পারলে প্রশ্ন উঠত না’


ক্রীড়া প্রতিবেদক জুলাই ২০, ২০১৭, ০৬:২৫ পিএম
‘রান করতে পারলে প্রশ্ন উঠত না’

ঢাকা: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুণ্য হাতে ফিরেছেন। যেমনটা সাব্বির রহমানের পারফরম্যান্সের কথা ছিল তেমনটা পারেননি। অথচ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৫ রানের ইনিংস খেলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দারুন কিছু উপহার দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু বড় মঞ্চে নিজেকে চেনাতে ব্যর্থ হয়েছেন সাব্বির। চার ম্যাচ খেলে ১৪.৭৫ গড়ে করেছেন ৫৯ রান।

সাব্বির বৃহস্পতিবার (২০ জুলাই) সংবাদমাধ্যমের সামনে এসে জানিয়েছেন, তিন-চারটি ম্যাচ দিয়ে কোনও খেলোয়াড়কে বিচার করা যায় না, ‘তিন-চারটি ম্যাচ দিয়ে একজন খেলোয়াড়কে বিচার করা যায় না।’ চ্যাম্পিয়ন্স ট্রফির ভুল-ত্রুটি শুধরে সাব্বির চোখ রাখছেন সামনের দিকে। তার মানে অস্ট্রেলিয়া সিরিজটাকেই তিনি পাখির চোখ করছেন।

সাব্বিরের মতে, ‘একটি ম্যাচ খেলার জন্য এখন মরিয়া আমি। সর্বশেষ তিন-চারটি ম্যাচ হয়তো ভালো খেলতে পারিনি। ওই স্মৃতি আমাকে খোঁচা দেয়। রান করতে পারিনি বলে মন খারাপ। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি-যে সিরিজই হোক, সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি।’

গত বছরের জানুয়ারি থেকে সীমিত ওভারের ক্রিকেটে তিন নম্বরে খেলে যাচ্ছেন সাব্বির। কিন্তু থিতু হতে পারছেন না। ১৫ ওয়ানডেতে তিন নম্বরে নেমে ফিফটি মাত্র তিনটি, সর্বোচ্চ ইনিংস ৬৫ রানের। তাই প্রশ্ন উঠেছে সাব্বিরের তিন নম্বরে খেলা নিয়ে। এ নিয়ে অবশ্য তিনি খুব একটা মাথা ঘামাচ্ছেন না, ‘রান করতে পারেনি, এটাই সমস্যা। যদি রান করতে পারতাম ৫-৬-৭-৯-১০ কোনও পজিশন নিয়েই কথা উঠত না। রানই বড় বিষয়। রান করতে পারলে তিন নম্বর ভালো, না করতে পারলে দশ নম্বর পজিশনও খারাপ! চেষ্টা করব যেকোনও পজিশনে ভালো খেলার।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!