• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রান তাড়া করা যেত বলছেন মাশরাফি


ক্রীড়া প্রতিবেদক মার্চ ২৯, ২০১৭, ০৯:৩৪ পিএম
রান তাড়া করা যেত বলছেন মাশরাফি

ঢাকা: বাংলাদেশ-শ্রীলঙ্কা পরিত্যক্ত হওয়া ম্যাচটি কে জিতত তা নিয়ে বিতর্ক হতে পারে। কেউ বলছেন শ্রীলঙ্কার সম্ভাবনা বেশি ছিল। বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য ছিল ৩১২ রানের। শ্রীলঙ্কার মাটিতে কোনও দলই তিনশ’ তাড়া করে জিততে পারেনি।

কিন্তুু  বাংলাদেশ অধিনায়ক বলছেন ভিন্ন কথা। তার দাবী, দল যেরকম আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছিল তাতে এই রান তাড়া কঠিন কিছু ছিল না। কলম্বোয় এসে মাশরাফি তাই বললেন,‘ আফসোস হচ্ছে এই ভেবে যে, ওরকম উইকেটে এই রান কিছুই নয়। আমরা কলম্বোতে অনুশিলন ম্যাচে যেরকম উইকেটে খেলেছিলাম গতকাল (মঙ্গলবার) একই উইকেট ছিল। কোন পার্থক্য ছিল না। সেদিন যদি আমরা ৩৫২ রান করতে পারি তাহলে কালও পারতাম।’

অনুশিলন ম্যাচে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশ আগে ব্যাট করে তুলেছিল ৩৫৪ রান। বাংলাদেশ ওই রানের পিছু নিয়ে ৩৫২- তে গিয়ে থেমেছিল। ২ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ। অনুশিলন ম্যাচটি সেদিন খেলেননি সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সেই প্রসঙ্গ টেনে মাশরাফি বলেন,‘ ওই ম্যাচে তো সাকিব-তামিম ছিল না। ওদের ছাড়াই করেছি। আমরা আত্মবিশ্বাসি ছিলাম যে, ৩১১ রান কিছুই নয়। এক সময় মনে হচ্ছিল, ওদের রান ৩৩০-৩৪০-এর ঘরে যাবে। তারপর ওই লক্ষ্য পাওয়ায় আমরা সবাই আত্মবিশ্বাসি ছিলাম।’

ডাম্বুলার বৃষ্টি মাথায় করে মাশরাফিরা এনেছে কলম্বোতেও। আগামী শনিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি। এই ম্যাচটি জিতে সিরিজ জিতে নেওয়ার ব্যাপারে দারুন আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন,‘ এসএসসিতেও প্রচুর রান হয়। আমরা সবাই আত্মবিশ্বাসী। যদি নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারি তাহলে অবশ্যই সম্ভব।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!