• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রানা প্লাজা মালিকের মায়ের ৬ বছরের কারাদণ্ড


আদালত প্রতিবেদক মার্চ ২৯, ২০১৮, ০৫:২২ পিএম
রানা প্লাজা মালিকের মায়ের ৬ বছরের কারাদণ্ড

ঢাকা: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মিথ্যা তথ্য দিয়ে দুদকের দায়ের করা মামলায় রানা প্লাজার মালিক সোহেল রানার মা মর্জিনা বেগমকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তার সম্পদের ৬ কোটি ৬৭ লাখ ৬৬ হাজার ৯৯০ টাকা বাজেয়াপ্ত করেন আদালত।

বৃহস্পতিবার (২৯ মার্চ) ঢাকার ৬ নং বিশেষ জজ আদালত কে এম ইমরুল কায়েস এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি  মর্জিনা বেগম আদালতে উপস্থিতি ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

দুদকের আইনজীবী এম সালাউদ্দিন ইস্কেন্দার কিং বলেন, রানা প্লাজার মালিক সোহেল রানার মা মর্জিনা বেগমের বিরুদ্ধে দুদক রাজধানীর রমনা থানায় এ মামলাটি দায়ের করে।

জানা যায়, মর্জিনা বেগম সাভারের রানা প্লাজার একাংশের মালিক। এছাড়াও সাভার বাজার রোডের আরেকটি ভবনের একাংশের মালিক তিনি। দুদক তার সম্পদ তথ্য চেয়ে নোটিশ জারি করেন। দুদক কাছে তথ্য দেওয়ার সময় তিনি মিথ্যা ও ভীতিহীন তথ্য দেন।

এ ঘটনায় ২০১৫ সালের ১২ এপ্রিল রাজধানীর রমনা থানায় দুদকের উপ-পরিচালক মাহমুবুল আলম বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০১৬ সালের ২৯ আগস্ট মর্জিনা বেগমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক মাহমুবুল আলম। ২০১৭ সালের ২৮ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। 

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!