• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রান্নাঘরের আগুনে পুড়ল ৬৭ বসতঘর


দিনাজপুর প্রতিনিধি মার্চ ২৩, ২০১৭, ০৭:০০ পিএম
রান্নাঘরের আগুনে পুড়ল ৬৭ বসতঘর

দিনাজপুর: দিনাজপুরের খানসামায় রান্নাঘরের ভয়াবহ আগুনে ২৪ পরিবারের ৬৭টি বেশি ঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থ পরিবার।

বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোর  রাতে খানসামার আঙ্গারপাড়া ইউনিয়নের সুবর্নখুলী গ্রামে এ অগ্নিকান্ডে ঘটনা ঘটে। রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানা যায়।

আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা শাহ্ জানায়, মৃত আলী হোসেনের স্ত্রী ফরিদা খাতুনের রান্নাঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে আশে-পাশের ঘরে। এতে ২৪টি পরিবারের ৬৭টির অধিক ঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

পরে খবর পেয়ে নীলফামারী সদর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

খানসামা উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেবুর রহমান বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে ২টি করে কম্বল, ৩০ কেজি চাল, এক ব্যান্ডিলকরে  ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা সহযোগিতা প্রদান করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে নির্বাহী অফিসার জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!