• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাবি চারুকলার শতাধিক ভাস্কর্য তছনছ


নিজস্ব প্রতিবেদক রাজশাহী এপ্রিল ১৮, ২০১৭, ০৬:১৭ পিএম
রাবি চারুকলার শতাধিক ভাস্কর্য তছনছ

রাজশাহী: রাতের আধারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের গড়া বিপুল সংখ্যক ভাস্কর্য তছনছ করা হয়েছে। চারুকলা চত্ত্বর ও শিক্ষকদের কক্ষের সামনে এবং আশপাশে এ ঘটনা ঘটে।

সোমবার (১৭ এপ্রিল) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটানো হয় বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের একজন অফিস সহকারী এ দৃশ্য দেখতে পেয়ে শিক্ষকদের খবর দেন। এ নিয়ে নানা সন্দেহের সৃষ্টি হয়েছে। তবে কে বা কারা এ কাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রাবির চারুকলা বিভাগের সিরামিক অ্যান্ড স্কালপচার বিভাগের সহকারী অধ্যাপক কনক কুমার পাঠক জানান, শিক্ষার্থীদের গড়া এসব ভাস্কর্যগুলো মাঠে রাখা ছিল। দীর্ঘদিন ধরে এগুলো চারকলা চত্ত্বরের মাঠেই থাকে। তবে কে বা কারা এক রাতের মধ্যে এ কাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি।

তিনি আরো বলেন, শতাধিক ভাস্কর্য মাঠে উল্টে ফেলে রেখে গেছে। আর কিছু ভাস্কর্য শিক্ষকদের কক্ষের দরজার সামনে রেখে গেছে।

তবে রাবির চারুকলা বিভাগের ভাস্কর্যের শিক্ষক আবদুস সালাম বলেন, ছাত্ররা কোনো প্রতিবাদ হিসেবে এ কাণ্ড ঘটিয়ে থাকতে পারে। তবে এখনো বিষয়টি নিশ্চিত না বলেও জানান তিনি।

এদিকে চারুকলার ভাস্কর্য তছনছের খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!