• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাবি পদার্থবিজ্ঞান বিভাগের হীরক জয়ন্তী উদযাপিত


রাবি প্রতিনিধি মার্চ ২২, ২০১৮, ০৭:১৬ পিএম
রাবি পদার্থবিজ্ঞান বিভাগের হীরক জয়ন্তী উদযাপিত

রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের হীরক জয়ন্তী ও প্রথম অ্যালাইমনাই রিইউনিয়ন উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মার্চ) সকাল ৯টায় প্রথম বিজ্ঞান ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা। পরে একটি র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. গোলাম মর্তুজার সভাপতিত্বে এ সময় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের এমপি আব্দুল ওয়াদুদ দারা। এ ছাড়াও বিভাগের সাবেক শিক্ষক-শিক্ষার্থীসহ বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা আলোচনা সভায় অংশ নেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!