• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাবিতে কোটা সংস্কার আন্দোলনের আহবায়ক কমিটি গঠন


সাঈদ সজল, রাবি প্রতিনিধি মার্চ ১৮, ২০১৮, ০৮:৫০ পিএম
রাবিতে কোটা সংস্কার আন্দোলনের আহবায়ক কমিটি গঠন

রাবি : সারা দেশে কোটা বিরোধী আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মাসুদ মোন্নাফকে আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হালিম শেখকে যুগ্ন আহ্বায়ক করে ১০৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। রোববার (১৮ মার্চ) দুপুরে এ তথ্য জানান কমিটির আহ্বায়ক মাসুদ মোন্নাফ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মুবিন, দর্শন বিভাগের রুবেল হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের মোরশেদ আদনান, নৃবিজ্ঞান বিভাগের কাওসার আহমেদ, ইতিহাস বিভাগের আব্দুল লতিফ, সায়েম, হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের আরেফিন, সুমিত, মাসুদ, আরবী বিভাগের অনন্ত, ইসলামিক স্টাডিজ বিভাগের তরিকুল, পপুলেশন সায়েন্স বিভাগের হৃদয়, উর্দু বিভাগের মাহফুজা মোহিনী, রেশমী প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!