• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল


রাবি প্রতিনিধি সেপ্টেম্বর ২৪, ২০১৭, ০৭:২৩ পিএম
রাবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল

রাবি: জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনের বক্তৃতায় বিশ্ব শান্তির মডেল প্রস্তাব উপস্থাপন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ছাত্রলীগের রাবি শাখার সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে আনন্দ মিছিলটি ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিতি হয়।

সমাবেশে রাবি ছাত্রলীগের নেতারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ অধিবেশনে প্রদত্ত ৬ দফা প্রস্তাবকে স্বাগত জানান এবং এসকল প্রস্তাব বাস্তবায়নের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মাহফুজ আল আমিন, সাদ্দাম হোসেন, মিজানুর রহমান সিনহা, শাদীদ মুনতাসির এলাহী, বরজাহান আলী, সাংগঠনিক সম্পাদক সাবরুন জামিল সুস্ময়, চঞ্চল কুমার অর্ক, মুশফিক আহমেদ তন্ময়, মেহেদী হাসান মিশু, দপ্তর সম্পাদক আবুল বাশার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহীল গালিব, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক রুবেল, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুল হক, সহ-সম্পাদক আরমান কায়সার আবির, আবদুল্লাহীল কাফি, মামুন, উপ-সম্পাদক কায়সার সাংগঠনিক সম্পাদক সাবরুন জামিল সুস্ময়, চঞ্চল কুমার অর্ক, মুশফিক আহমেদ তন্ময়, আবিদ আহসান লাবন, মেহেদী হাসান মিশু, দপ্তর সম্পাদক আবুল বাশার, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক রুবেল, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুল হক, সহ-সম্পাদক আরমান কায়সার আবির, আবদুল্লাহীল কাফি, মামুন, উপ-সম্পাদক কায়সারসহ বিভিন্ন স্তরের ও হল ইউনিটের নেতাকর্মীরা।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!