• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাবিতে নির্মাণ হচ্ছে দেড় শতাধিক পার্কিং স্পেস


রাবি প্রতিনিধি সেপ্টেম্বর ১৮, ২০১৮, ০৬:৩০ পিএম
রাবিতে নির্মাণ হচ্ছে দেড় শতাধিক পার্কিং স্পেস

ছবি: সোনালীনিউজ

রাবি : বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহৃত গাড়ি ও বাহনের পার্কিং সুবিধার জন্য দেড় শতাধিক পার্কিং স্পেস নির্মাণ করতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামী এক মাসের মধ্যে ৪৫ টি স্পেস-এর নির্মাণ কাজ শেষ হবে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয় প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে রবীন্দ্র ভবনের সামনে ১৮টি, জুবেরী অতিথি ভবনের সামনে ১৫টি ও প্রথম বিজ্ঞান ভবনের পেছনে ১৬টিসহ এই ৪৫টি নির্মাণে পার্কিং স্পেস নির্মাণে বিশ্ববিদ্যালয়ের ব্যয় হচ্ছে প্রায় ১৫ লাখ টাকা।

বিশ্ববিদ্যালয় প্রকৌশল দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইউসুফ আলী জানান, ‘পার্কিং সুবিধা না থাকায় গাড়ি এলো মেলো করে রাখা হতো। তাই বিশ্ববিদ্যালয় সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় পার্কিং সুবিধার জন্য কিছু স্পেস নির্মাণ করা হচ্ছে। সামনে আরও ১০০ থেকে ১৫০টি পার্কিং স্পেস নির্মাণ করার চিন্তা রয়েছে।’

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!