• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাবিতে প্রক্সি দিতে এসে যুবকের দণ্ড


রাবি প্রতিনিধি অক্টোবর ২৩, ২০১৮, ০৩:১৯ পিএম
রাবিতে প্রক্সি দিতে এসে যুবকের দণ্ড

ছবি: সোনালীনিউজ

রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার দায়ে মনসুর রহমান নামের এক সাবেক শিক্ষার্থীকে ১ বছরের কারাদণ্ড অনাদায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার (২৩ অক্টোবর) সকালে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. রানী খাতুনের ভ্রাম্যমাণ আদালতে পাবলিক পরীক্ষাসমূহ অপরাধ আইন ১৯৮০ এর ৩ ধারা মোতাবেক তাকে খ নং উপধারায় এ দণ্ডাদেশ দেয় হয়।

মনসুরের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামে। সে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী এবং নিজাম উদ্দিনের ছেলে।

সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ঈসমাইল হোসেন সিরাজী ভবনে বাণিজ্য অনুষদের অধীন অবাণিজ্য গ্রুপ বি-২ এর পরীক্ষা ছিল। আলামিন নামক এক ভর্তিচ্ছু যার রোল-৫৩২৬৫ এর হয়ে ছবি পরিবর্তন করে পরীক্ষা দিতে এসে ভবনের ৪২৫ রুমের ১২নং সিট থেকে কক্ষ পরিদর্শকের হাতে ধরা পড়ে সে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, জানতে পেরে সেখানে উপস্থিত হয়ে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করেছি।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!