• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাবিতে প্রতি আসনের বিপরীতে ৬৭ ভর্তিচ্ছু


রাবি প্রতিনিধি সেপ্টেম্বর ২৫, ২০১৭, ০৬:২১ পিএম
রাবিতে প্রতি আসনের বিপরীতে ৬৭ ভর্তিচ্ছু

প্রতীকী ছবি

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে (সম্মান) ভর্তি হতে প্রতি আসনের বিপরীতে ৬৭ জন শিক্ষার্থী আবেদন করেছে। অতীতের সব রেকর্ড ভেঙে এ বছর আবেদন পড়েছে তিন লাখ ১৬ হাজার একশ ২০ জন।

আগামী ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর মোট নয়টি ইউনিটে ৫৭টি বিভাগ ও দুইটি ইনস্টিটিউটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা এ তথ্য জানান।

তিনি জানান, কোটাসহ মোট চার হাজার সাতশ আসনে বিপরীতে তিন লাখ ১৬ হাজার একশ ২০ জন প্রার্থী আবেদন করেছেন। ফলে প্রতি আসনে লড়বে ৬৭ জন শিক্ষার্থী।

চলতি মাসের ১০ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন জমা নেয়া হয়। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৩৩ হাজার ছয়শ ৮০, ‘বি’ ইউনিটে ৩১ হাজার আটশ ৬৯, ‘সি’ ইউনিটে ৪৯ হাজার একশ ৭৪, ‘ডি’ ইউনিটে ২২ হাজার পাঁচশ ২৬, ‘ই’ ইউনিটে ৪১ হাজার দুইশ ৩২, ‘এফ’ ইউনিটে ৩৯ হাজার নয়শ ৩৪, ‘জি’ ইউনিটে ২৮ হাজার সাতশ ৮৩, ‘এইচ’ ইউনিটে ৩৯ হাজার ছয়শ ২৬, ‘আই’ ইউনিটে চার হাজার ৩২, ‘জে’ ইউনিটে ১৩ হাজার ছয়শ ৪২ ও ‘কে’ ইউনিটে ১১ হাজার ছয়শ ২২ জন প্রার্থী আবেদন করেছে।

এবার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকায় আবেদন বেশি পড়েছে বলে খাদেমুল ইসলাম জানান। ৭ অক্টোবর দুপুর ১২টা থেকে ১১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে বলেও জানান তিনি।

এর আগে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এক লাখ ৭৮ হাজার ৯৪৮, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এক লাখ ৬০ হাজার ৬৮২, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে এক লাখ ৬৫ হাজার ৫৬৪টি আবেদন জমা পড়েছিল।

ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.ru.ac.bd/) এ পাওয়া যাবে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!