• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাবিতে মাদকসেবনরত অবস্থায় যুবক আটক


রাবি প্রতিনিধি মার্চ ২৩, ২০১৮, ০৬:৫৯ পিএম
রাবিতে মাদকসেবনরত অবস্থায় যুবক আটক

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাদক সেবনরত অবস্থায় বহিরাগত এক মাদকসেবীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ মার্চ) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখ্দুম হল সংলগ্ন ঝোপ থেকে ওই মাদকসেবীকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম বাবু (২৪)। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুরের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘হলের আশেপাশে বহিরাগতরা প্রায়ই মাদকসেবন করে। তারা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও মাদক সরবরাহ করে।’

জানতে চাইলে শাহ্ মখদুম হল প্রাধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, ‘বহিরাগতরা মাঝেমধ্যেই এখানে মাদক সেবন করে বলে আমাকে এর আগেও শিক্ষার্থীরা অভিযোগ করেছে। আমিও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবহিত করেছি। শুক্রবাবের (২৩ মার্চ) মতো মাঝেমধ্যেই এ ধরণের অভিযান প্রশাসনের কাছ থেকে আশা করছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শাহ্ মখ্দুম হলের পাশে পুলিশ অভিযান চালিয়ে একজন বহিরাগত মাদকসেবীকে আটক করেছে। বাবু নামে ওই ব্যক্তিকে পুলিশ মতিহার থানায় প্রেরণ করেছে।’

এছাড়া, মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান প্রশাসনের পক্ষ থেকে অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মাদকসেবীকে হাতেনাতে আটক করা পুলিশের কনস্টেবল তফাজ্জল হোসেন জানান, প্রক্টরের দেয়া খবরের ভিত্তিতে আমরা শাহ্ মখ্দুম হলের পাশে ঝোপ থেকে মাদক সেবনরত অবস্থায় বাবু নামের ওই ব্যক্তিকে আটক করি। পরে তাকে মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!