• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাবিতে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা


রাবি প্রতিনিধি এপ্রিল ২৪, ২০১৮, ০৫:১১ পিএম
রাবিতে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা

রাবি: মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রয়ের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেটের ‘ক্যাম্পাস ফুড কর্ণার’ নামের দোকানের মালিককে জরিমানা করেছে রাজশাহী মহানগর ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুরে মহানগরীর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক হাসান আল মারুফ এর নেতৃত্বে ওই দোকানীকে কুড়ি হাজার টাকা জরিমানার পাশাপাশি ১০ দিন দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এর আগে একই অভিযোগে ওই দোকান এর মালিক আলমকে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় (স্প্রাইটের) বোতলসহ পুলিশে সৌপর্দ করেছিলেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ও শিক্ষার্থীরা।

সরজমিনে গিয়ে দেখা যায়, পরিবহন মার্কেটের ক্যাম্পাস ফুড কর্নারের এসব পানীয়র মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগে। কোনো কোনো পণ্যের মেয়াদ ২ মাস, ১৫ দিন, আবার কিছু পানীয় বোতলের মেয়াদ নির্দেশক সিল পর্যন্ত মুছে গেছে।

বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাইয়ান কবির ও রনি জানান, ‘সোমবার (২৩ এপ্রিল) বিকেলে পরিবহন মার্কেটের এই দোকান থেকে স্প্রাইট কিনেছিলাম, খেয়ে দেখি এর কোনো স্বাদ নেই, পরে মেয়াদ দেখতে গিয়ে দেখলাম ফেব্রুয়ারিতে এর মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। মঙ্গলবার (২৪ এপ্রিল) আবার এসে দেখি অনেকগুলো পণ্য মেয়াদ উত্তীর্ণ রয়েছে। পরে উপস্থিত শিক্ষর্থীরা বিশ্ববিদ্যালয় প্রক্টরকের অবহিত করি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান জানান, ‘শিক্ষার্থীরা আমাকে অবহিত করলে ঘটনাস্থলে প্রক্টরিয়াল বডিকে পাঠাই। পরে ভ্রাম্যমাণ আদালতকে অবহিত করি। মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে আদালত তাকে শাস্তির প্রদান করেছে’।

রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, ‘ ক্যাম্পাস ফুড কর্ণার' দোকানটিতে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে তাকে বিশ হাজার টাকা ও ৮দিনের মধ্যে দোকান পরিষ্কার করার নির্দেশ দিয়েছি’।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!