• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হক


রাবি প্রতিনিধি এপ্রিল ২৬, ২০১৮, ১১:০৭ এএম
রাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হক

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কলা অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মো. ফজলুল হক। তিনি সদ্য বিদায়ী ডিন ইসলামিক স্টাডিস বিভাগের প্রফেসর ড. এফএমএএইচ তাকির স্থলাভিষিক্ত হলেন। আগামী ২ বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

বুধবার (২৫ এপ্রিল) সকাল ১০ টায় ডিনস কমপ্লেক্স ভবনের কলা অনুষদের ডিন অফিস রুমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এসময় কলা অনুষদের অধিভুক্ত বিভিন্ন বিভাগ সদ্য দায়িত্বপ্রাপ্ত ডিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সাদরে গ্রহন করেন।

এসময় উপস্থিত ছিলেন, সদ্য বিদায়ী ডিন প্রফেসর ড. এফএমএএইচ তাকি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইমেরেটাস অধ্যাপক একেএম ইয়াকুব আলী, বিভাগের সাবেক অধ্যাপক মাহতাব ওয়ালী, দর্শন বিভাগের সাবেক অধ্যাপক আব্দুল হামিদসহ কলা অনুষদের অধিভুক্ত সকল বিভাগের সভাপতি ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!