• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাবির দর্শন বিভাগের অধ্যাপক শামসুদ্দিনের স্মরণে শোকসভা


রাবি প্রতিনিধি ফেব্রুয়ারি ২০, ২০১৮, ০৭:২১ পিএম
রাবির দর্শন বিভাগের অধ্যাপক শামসুদ্দিনের স্মরণে শোকসভা

রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক অধ্যাপক শামসুদ্দিনের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে দর্শন বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন কলা ভবনের ৩০৬নং কক্ষে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

বিভাগের সভাপতি অধ্যাপক আসাদুজ্জামানের সভাপতিত্বে শোকসভায় উপস্থিত ছিলেন উপমহাদেশের বিখ্যাত কথাসাহিত্যিক বিভাগীয় সাবেক অধ্যাপক হাসান আজিজুল হক, অধ্যাপক আব্দুল হামিদ, অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, অধ্যাপক জিতেন্দ্রনাথ সরকার, ইয়াহিয়া মোল্লা, মরহুম শামসুদ্দিনের পরিবারবর্গ।

এ ছাড়া বিভাগের সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা এ শোকসভায় অংশগ্রহণ করেন।

এ সময় তার আত্মার মাগফিরাত কামনা ও স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ ছাড়া, শোকসভায় তার ৪৩ বছরের কর্মজীবনের নানা সফলতা তুলে ধরেন শিক্ষকরা।

উল্লেখ্য, অধ্যাপক শামসুদ্দিন গত ১০ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে হৃদরোগ জনিত কারণে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে দুই ছেলে ও তার গুণগ্রাহী স্ত্রীকে রেখে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮২ বছর। তাকে শিরোইলের টিকা পাড়া কবরস্থানে দাফন করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!